সম্প্রীতির নজির হাওড়ার আমতায়
Last Updated:
৫০০ বছরের পুরনো মাজারের পাশেই মহাপ্রভুর মন্দির। গ্রামের সবাই হিন্দু। কিন্তু তাতে কী? মন্দিরে পুজোর সঙ্গে মাজারেও সাধনা করেন হিন্দুরা
#হাওড়া: ৫০০ বছরের পুরনো মাজারের পাশেই মহাপ্রভুর মন্দির। গ্রামের সবাই হিন্দু। কিন্তু তাতে কী? মন্দিরে পুজোর সঙ্গে মাজারেও সাধনা করেন হিন্দুরাই। সম্প্রীতির নজির হাওড়ার আমতার রসপুর পঞ্চায়েতের কুমারিয়া গ্রামে।
advertisement
হাওড়ার আমতার রসপুর গ্রাম পঞ্চায়েতের কুমারিয়া গ্রামে শুধুই হিন্দুদের বাস। কথিত আছে, প্রায় পাঁচশো বছর আগে হুসেন শাহের আমলে গ্রামে তৈরি হয় মাজার। আমতার মৈনানের বাসিন্দা খোদা বক্স শের স্বপ্নাদেশ পেয়ে মাজারটি প্রতিষ্ঠা করেন।
advertisement
সেই থেকে এলাকার হিন্দুরাই মাজারটি আগলে রেখেছেন। মাজারের পাশেই রয়েছে মহাপ্রভুর মন্দির। গ্রামের প্রায় সকলেই সেখানে প্রতিদিন পুজো দেন। সঙ্গে মাজারেও সাধনা করেন।
পড়তে থাকুন : বর্তমানের মুখোমুখি প্রাক্তন সঙ্গে দাবি দাওয়া আদায়ের বৈঠক
advertisement
অনেক সময়ই হিন্দু-মুসলিম নিয়ে আমরা-ওরার রাজনীতির লড়াই খবরের শিরোনামে থাকে। তার ঠিক উল্টো বৃত্তে আম আদমি কেমন থাকতে চান তার নজিরটাই যেন দেখিয়ে দিচ্ছে আমতার রসপুরের কুমারিয়া গ্রাম।
view commentsLocation :
First Published :
March 30, 2018 6:59 PM IST