#MeToo: এ বার এ আর রহমান, যৌন হেনস্থা নিয়ে কী বললেন?

Last Updated:

নিজের গানের দল সম্পর্কে এ আর রহমান লিখেছেন, 'আমার টিম এবং আমি একটি সুস্থ, সুরক্ষিত, সৃজনশীল পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ৷' প্রসঙ্গত, পদ্মভূষণ গীতিকার বীরামুথুর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার দাবি করেছেন সম্প্রতি৷

#মুম্বই: #MeToo আন্দোলনের ঝড় বলিউডে আছড়ে পড়ার পর থেকেই একের পর এক বিখ্যাত নাম যৌন হেনস্থায় অভিযুক্ত হচ্ছেন৷ এ বার #MeToo নিয়ে মুখ খুললেন ভারতীয় সঙ্গীতের মোত্‍‌জার্ট এ আর রহমান৷ ট্যুইটারে লিখলেন, 'আমাদের ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ দেখতে চাই৷'
সোমবার #MeToo আন্দোলন নিয়ে ট্যুইট করেন এ আর রহমান৷ লেখেন, 'এই আন্দোলনটি লক্ষ্য রাখছি বেশ কয়েক দিন ধরে৷ কিছু নাম আমায় রীতিমতো চমকে দিয়েছে৷ আমি আমাদের ইন্ডাস্ট্রিকে স্বচ্ছ দেখতে চাই৷ যে খানে মহিলাদের প্রতি সম্মান থাকবে৷ হেনস্থার শিকার মহিলারা আরও শক্তিশালী হয়ে উঠুক ও এগিয়ে আসুক৷'
advertisement
advertisement
নিজের গানের দল সম্পর্কে এ আর রহমান লিখেছেন, 'আমার টিম এবং আমি একটি সুস্থ, সুরক্ষিত, সৃজনশীল পরিবেশ তৈরি করতে দৃঢ় প্রতিজ্ঞ৷' প্রসঙ্গত, পদ্মভূষণ গীতিকার বীরামুথুর বিরুদ্ধে একাধিক মহিলা যৌন হেনস্থার দাবি করেছেন সম্প্রতি৷ এই ঘটনায় রহমান লিখছেন, 'যৌন হেনস্থার শিকার মহিলাদের মুখ খোলার জন্য সোশ্যাল মিডিয়া স্বাধীন ও মুক্ত প্রাঙ্গন৷ তবে এই নতুন ইন্টারনেট জাস্টিস সিস্টেম নিয়ে আমাদের সচেতনও হতে হবে৷ যাতে অসত্‍‌ ব্যবহার না হয়৷'
বাংলা খবর/ খবর/বিনোদন/
#MeToo: এ বার এ আর রহমান, যৌন হেনস্থা নিয়ে কী বললেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement