রাজস্থান ও উত্তরপ্রদেশে ভয়াবহ ধুলোঝড়ে মৃত ৮০, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত জারি সতর্কতা

Last Updated:

রাজস্থান ও উত্তরপ্রদেশে ভয়াবহ ধুলোঝড়ে ৮০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

#জয়পুর: রাজস্থান ও উত্তরপ্রদেশে ভয়াবহ ধুলোঝড়ে ৮০ বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত শতাধিক। রাজস্থানে ধুলোঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভরতপুর, ঢোলপুর, আলওয়ার। ধুলোঝড়ে বিধ্বস্ত উত্তরপ্রদেশের আগ্রা।
আগ্রার পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিজনৌর, বরেলি, সাহারানপুর, পিলভিট, ফিরোজাবাদ, রায় বরেলি, উন্নাও। দুই রাজ্যেই ঝড়ে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি ও বড় বড় গাছ। বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন।
advertisement
আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অ্যালার্ট জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জরুরি ভিত্তিতে ত্রাণ বিলির নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ ও রাজস্থান সরকার। ধুলোঝড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের যাবতীয় সাহায্য দ্রুত পৌঁছে দিতে রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থান ও উত্তরপ্রদেশে ভয়াবহ ধুলোঝড়ে মৃত ৮০, আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত জারি সতর্কতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement