জানুয়ারিতে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি
Last Updated:
#নয়াদিল্লি: জানুয়ারিতেই অযোধ্যা মামলার শুনানি হতে চলেছে ৷ ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি হবে ৷ আগামী ১০ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুনানি শুরু হবে ৷
প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়েছে ৷ ওই বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ রোবড়ে, বিচারপতি এন বি রমণ, বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷
লোকসভা নির্বাচন যত এগোচ্ছে ৷ তত রাম মন্দির নির্মাণ নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াচ্ছে আরএসএস-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি ৷
advertisement
advertisement
সমস্যার সূত্রপাত ২০১০ সালে ৷ অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করে দেওয়ার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। রায়ে ওই জমি সমান তিন ভাগে ভাগ করে মামলাকারী তিনটি পক্ষকে দেওয়ার নির্দেশ দেয় আদালত। যদিও রায়ে খুশি হয়নি মামলাকারী কোনও পক্ষই। রাম লাল্লা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ড এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ৷ সেই থেকেই অযোধ্যা মামলার সূত্রপাত ৷
view commentsLocation :
First Published :
January 08, 2019 7:00 PM IST

