বয়স মাত্র ১৫ ! প্রবাসী ভারতীয় তানিষ্কের আবিষ্কৃত যন্ত্রে তাজ্জব চিকিৎসকেরাও

Last Updated:

বয়স মাত্র ১৫ ৷ কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা শুনলে চমকে যাবেন আপনিও ৷ ১৫ বছর বয়সেই শিক্ষগত যোগ্যতার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তানিস্ক আব্রাহাম ৷

#ওয়াশিংটন: বয়স মাত্র ১৫ ৷ কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা শুনলে চমকে যাবেন আপনিও ৷ ১৫ বছর বয়সেই শিক্ষগত যোগ্যতার একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছে তানিস্ক আব্রাহাম ৷ স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপাতত পিএইচডির প্রস্তুতি নিচ্ছে সে ৷
তানিষ্ক ভারতীয় হলেও বাবা মায়ের কাজের সূত্রে একেবারে ছোট থেকেই বিদেশেই থাকে সে ৷ ওয়াশিংটনের স্কুলেই পড়াশুনা ৷ এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করে তানিষ্ক ৷ এরপরই সুযোগ আসে পিএইচডি-র ৷ সেই নিয়েই আপাতত চূড়ান্ত ব্যস্ত তানিষ্ক ৷
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তানিষ্ক জানায়, ‘অবশ্যই আমি খুব খুশি আমার রেজাল্টে ৷’ তবে, এখানেই থেমে থাকতে নারাজ তানিষ্ক ৷ আরও অনেক বড় হতে চায় সে ৷ আর বড় হয়ে ক্যান্সার রোগীদের চিকিৎসা করতে চায় সে ৷ ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার ওষুধ আবিষ্কার করতে চায় তানিষ্ক ৷
advertisement
advertisement
ছেলের সাফল্যে গর্বিত তানিষ্কের মা-বাবা তাজি এবং বিজওউ আব্রাহাম ৷ আদতে কেরালার বাসিন্দা তাজি এবং বিজওউ পেশার তাগিদেই গত কয়েক বছর ধরে বিদেশে থাকছেন ৷ তারাই জানালেন, গ্র্যাজুয়েশন করার সময়েই একটি যন্ত্র আবিষ্কার করেছে তানিষ্ক ৷ যা অগ্নিদগ্ধ কোনও রোগীকে না ছুঁয়েই হৃদস্পন্দন জানিয়ে দেবে ৷ যা ইতিমধ্যেই চিকিৎসা জগতে সাড়া ফেলে দিয়েছে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বয়স মাত্র ১৫ ! প্রবাসী ভারতীয় তানিষ্কের আবিষ্কৃত যন্ত্রে তাজ্জব চিকিৎসকেরাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement