মাটি খুঁড়ে উদ্ধার টিপু সুলতান আমলের ১ হাজার ক্ষেপণাস্ত্র

Last Updated:

মাটি খুঁড়ে উদ্ধার টিপু সুলতান আমলের ১ হাজার ক্ষেপনাস্ত্র

#বেঙ্গালুরু: মাটি খুঁড়তেই বেরিয়ে এল অষ্টাদশ শতাব্দীর ক্ষেপণাস্ত্র ! কর্ণাটকের বিদানুরুর একটি দূর্গ থেকে উদ্ধার হল টিপু সুলতানের আমলের প্রায় ১ হাজার রকেট ৷ ক্ষেপণাস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ ভগ্নপ্রায় দুর্গের সামনে ভিড় জমিয়েছেন গ্রামের স্থানীয় বাসিন্দারা ৷
অষ্টাদশ শতাব্দী ৷ ভারতের মহীশূরে সেই সময় রাজত্ব চালাচ্ছেন টিপু সুলতান ৷ একের পর এক রাজ্য জয় করছেন সুলতান ৷ আর সেই কারণেই দুর্গে সবসময়ই মজুত করা থাকত অস্ত্রশস্ত্র ৷ যার সন্ধান মিলল তিন শতাব্দী পর ৷ ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের মন্তব্য, যুদ্ধের জন্যই এই দূর্গে ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছিলেন টিপু সুলতান ৷
advertisement
টিপু সুলতানের ওই দূর্গটি বেঙ্গালুরু থেকে প্রায় ৩৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ৷
advertisement
প্রসঙ্গত, এর আগেও ২০০২ সালে ১৬০টি অব্যবহৃত রকেট আবিষ্কার হয়েছিল ৷ পরে পাঁচ বছর ধরে সেই রকেট গুলির পরীক্ষা নিরীক্ষা করা হয় ৷ অবশেষে গবেষকদের রিপোর্ট থেকে জানা যায়, এই রকেট গুলি টিপু সুলতানের আমলের ৷
সম্প্রতি ওই দূর্গটির আশেপাশেই খোঁড়াখুঁড়ি চলছিল ৷ সেই সময়ই ওই কুয়োটির আবিষ্কার করেন খননকারীরা ৷ সেই কুয়ো থেকেই বারুদের গন্ধ পেতেই কুয়োটা খুঁড়তে শুরু করেন তারা ৷ এরপর সেখান থেকেই উদ্ধার এক হাজার ক্ষেপনাস্ত্র ৷
advertisement
১৫ সদস্যের একটি প্রত্নতাত্ত্বিকদের দল গত বুধবার থেকে ক্ষেপনাস্ত্রের অনুসন্ধান শুরু করেন ৷ তিন দিন কাজ করার পর অবশেষে রকেটগুলির সন্ধান মেলে । এক প্রত্নতাত্ত্বিকের কথায়, যুদ্ধের রকেটগুলো নানা আকারের, ২৩ থেকে ২৬ সেন্টিমিটার লম্বা । এমনকী, এই রকেটগুলি তৈরি করা হয়েছিল টিপু সুলতানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে এসব রকেট ব্যবহার করা হয়েছিল ৷ এমনটাই দাবি প্রত্নতাত্ত্বিকদের দলটির ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মাটি খুঁড়ে উদ্ধার টিপু সুলতান আমলের ১ হাজার ক্ষেপণাস্ত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement