মাটি খুঁড়ে উদ্ধার টিপু সুলতান আমলের ১ হাজার ক্ষেপণাস্ত্র
Last Updated:
মাটি খুঁড়ে উদ্ধার টিপু সুলতান আমলের ১ হাজার ক্ষেপনাস্ত্র
#বেঙ্গালুরু: মাটি খুঁড়তেই বেরিয়ে এল অষ্টাদশ শতাব্দীর ক্ষেপণাস্ত্র ! কর্ণাটকের বিদানুরুর একটি দূর্গ থেকে উদ্ধার হল টিপু সুলতানের আমলের প্রায় ১ হাজার রকেট ৷ ক্ষেপণাস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ ভগ্নপ্রায় দুর্গের সামনে ভিড় জমিয়েছেন গ্রামের স্থানীয় বাসিন্দারা ৷
অষ্টাদশ শতাব্দী ৷ ভারতের মহীশূরে সেই সময় রাজত্ব চালাচ্ছেন টিপু সুলতান ৷ একের পর এক রাজ্য জয় করছেন সুলতান ৷ আর সেই কারণেই দুর্গে সবসময়ই মজুত করা থাকত অস্ত্রশস্ত্র ৷ যার সন্ধান মিলল তিন শতাব্দী পর ৷ ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের মন্তব্য, যুদ্ধের জন্যই এই দূর্গে ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছিলেন টিপু সুলতান ৷
advertisement
টিপু সুলতানের ওই দূর্গটি বেঙ্গালুরু থেকে প্রায় ৩৮৫ কিলোমিটার দূরে অবস্থিত ৷
advertisement
প্রসঙ্গত, এর আগেও ২০০২ সালে ১৬০টি অব্যবহৃত রকেট আবিষ্কার হয়েছিল ৷ পরে পাঁচ বছর ধরে সেই রকেট গুলির পরীক্ষা নিরীক্ষা করা হয় ৷ অবশেষে গবেষকদের রিপোর্ট থেকে জানা যায়, এই রকেট গুলি টিপু সুলতানের আমলের ৷
সম্প্রতি ওই দূর্গটির আশেপাশেই খোঁড়াখুঁড়ি চলছিল ৷ সেই সময়ই ওই কুয়োটির আবিষ্কার করেন খননকারীরা ৷ সেই কুয়ো থেকেই বারুদের গন্ধ পেতেই কুয়োটা খুঁড়তে শুরু করেন তারা ৷ এরপর সেখান থেকেই উদ্ধার এক হাজার ক্ষেপনাস্ত্র ৷
advertisement
১৫ সদস্যের একটি প্রত্নতাত্ত্বিকদের দল গত বুধবার থেকে ক্ষেপনাস্ত্রের অনুসন্ধান শুরু করেন ৷ তিন দিন কাজ করার পর অবশেষে রকেটগুলির সন্ধান মেলে । এক প্রত্নতাত্ত্বিকের কথায়, যুদ্ধের রকেটগুলো নানা আকারের, ২৩ থেকে ২৬ সেন্টিমিটার লম্বা । এমনকী, এই রকেটগুলি তৈরি করা হয়েছিল টিপু সুলতানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৷ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে এসব রকেট ব্যবহার করা হয়েছিল ৷ এমনটাই দাবি প্রত্নতাত্ত্বিকদের দলটির ৷
Location :
First Published :
July 29, 2018 2:13 PM IST