খড়গপুর আইআইটি ঠিকা শ্রমিকদের ন্যায্য বেতন, শ্রমিকদের পদোন্নতি, ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে আইটি প্রধান গেটে বিক্ষোভ তৃণমূল সমর্থিত খড়্গপুরের ঠিকা শ্রমিক সংগঠন জয়েন একশন কমিটি। শ্রমিকদের এই বিক্ষোভের নেতৃত্ব দেন কমিটির নেতা জহর পাল। শ্রমিকদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃত্ব।