
SIR Update: বিয়ের পোশাকে এসআইআর শুনানিতে হাজির বর ও বরযাত্রীরা। চমকপ্রদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার বিধানসভার ২৬২ নম্বর বুথের বাসিন্দা আনোয়ার হোসেনের বিয়ের দিনেই ছিল শুনানি। বিয়ের দিনেই এসআইআর শুনানির নোটিশ আসায় চরম সমস্যায় পড়তে হয়েছে বর ও তাঁর পরিবারকে। বিয়ের পোশাক পরেই শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়াতে বাধ্য হন বর আনোয়ার হোসেন খান। শুধু কি বর? সঙ্গে রয়েছেন বরযাত্রীরাও। পরিবার সূত্রে খবর, বর ও তাঁর পরিবারের একাধিক ব্যক্তিকেই শুনানিতে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে মোট ৩৮ জনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। এই বুথে প্রায় ১১০০ ভোটারের মধ্যে প্রায় পাঁচশ ভোটারকে এসআইআরের নোটিশ পাঠানো হয়েছিল। ফলে বিয়ের আনন্দের মুহূর্তে বরযাত্রীদের একটি বড় অংশকে নিয়ে শুনানি কেন্দ্রে হাজিরা দিতে যেতে হয়।