
পুরোনোর ভিড়ে নতুনের আকর্ষণ মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুরের শুরু হল ঐতিহ্যবাহী ভাঙা মেলা। এই মেলায় আলপিন থেকে শুরু করে আলমারি-দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে দুষ্প্রাপ্য অ্যান্টিক জিনিসপত্র সবকিছুই পাওয়া যায়। এই মেলার টানে এ বছরও লক্ষ লক্ষ মানুষ এসেছেন। দক্ষিণ বিষ্ণুপুরের এই মেলা স্থানীয়দের কাছে 'ভাঙা মেলা' নামেই বেশি পরিচিত। খাবার ছাড়া প্রায় সবকিছুই এখানে পুরোনো বা ব্যবহৃত জিনিস হওয়ায় এই মেলার আলাদা পরিচিতি রয়েছে। তবে এবছর নতুন জিনিসপত্রের দোকানও দেওয়া হয়েছে।