গরম পড়ে গিয়েছে। ঘরে ঘরে ঘুরতে শুরু করেছে পাখা। অনেকের বাড়িতে চলতেও শুরু করেছে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র এসি। কিন্তু গোটা শীতকালটা বন্ধ রাখার পর প্রথমবার এসি চালু করার সময় একটু সতর্ক থাকা প্রয়োজন। নাহলে ক্ষতি হতে পারে যন্ত্রের। কমে যেতে পারে তার আয়ুষ্কাল। এমনকী বিস্ফোরণও ঘটতে পারে। তবে সামান্য সচেতনতা থাকলেই অনেকদিন ব্যবহার করা যেতে পারে এসি। আসলে গরমের সময় অনেকেই সারাদিন এসি ব্যবহার করেন। তাই এসময় এসি-র রক্ষণাবেক্ষণ খুবই জরুরি। এই গরমে এসি চালানোর আগে কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি—