IND vs ENG Team India Beat England 106 Runs in Visakhapatnam and Level Series: হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। বিশাখাপত্তনমে সব হিসেবে সুদে-আসলে বুঝি নিল টিম ইন্ডিয়া। বাজবলের তত্ত্বকে উড়িয়ে ১০৬ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাল ভারত।