কাউন্সিলরদের মধ্যেই কাজিয়া৷ বন্ধ পুরসভার সমস্ত নাগরিক পরিষেবা৷ এই অভিযোগে কৃষ্ণনগর পুরসভার ২৪ জন কাউন্সিলরকেই শো কজ করল রাজ্য পুর ও নগরোন্নায়ন দফতর৷ কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না, সেই জবাবদিহি তলব করেছে রাজ্য সরকার৷ এমনই বেনজির পরিস্থিতি তৈরি হয়েছে কৃষ্ণনগর পুরসভায়৷ প্রসঙ্গত দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে কাউন্সিলরদের দ্বন্দ্বের জেরে কৃষ্ণনগর পৌরসভার যাবতীয় কাজকর্ম প্রায় স্তব্ধ। বন্ধ প্রায় সমস্ত নাগরিক পরিষেবা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷