
Digha mysterious light: ২০ আগস্ট সন্ধ্যা ছ'টার পর থেকেই দিঘার আকাশে এক রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উৎসুক উপকূলের বাসিন্দা-সহ দিঘায় আসা পর্যটকেরা মোবাইলে ক্যামেরাবন্দি করে সেই দৃশ্য। এই রহস্যময় আলোর সূত্র খুঁজতে গিয়ে দেখা যায়, অগ্নি ফাইভ মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। ইসরো ওড়িশার চাঁদিপুর লঞ্চ করেছে অগ্নি ফাইভ মিসাইল। আর তারই আলো দেখতে পাওয়া যায় দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার উপকূল এলাকায়। প্রতিরক্ষা মঞ্চকে দেওয়া বিবৃতিতে জানা যায়, "ভারতের সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যার পাল্লা ৫,০০০ কিলোমিটারেরও বেশি, যা চীনের বেশিরভাগ অংশে পৌঁছাতে সক্ষম। এই মিসাইলটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরণের অস্ত্র বহন করার জন্য ডিজাইন করা হয়েছে এবং উন্নত নির্ভুলতার জন্য রিং লেজার জাইরো ভিত্তিক ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম (RINS) এবং মাইক্রো নেভিগেশন সিস্টেমের (MINS) মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা যায়।"
Last Updated: Aug 20, 2025, 22:52 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST