মুকুটমণিপুর যাওয়ার শ্রেষ্ঠ সময় হল এটি! কারণ জলাধার থেকে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর এক দৃশ্য। এই দৃশ্য আপনাকে, স্তম্ভিত করে দেবে। গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির জের। মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করল সেচ দফতর। মঙ্গলবার সকাল থেকে বেড়েছে জল ছাড়ার পরিমাণ। ১৫ হাজার কিউসেক হারে ইতিমধ্যেই জল ছাড়া শুরু করেছিল মুকুটমনিপুর জলাধার। আশঙ্কা করা যাচ্ছে সেই জল ছাড়ার পরিমাণ আরও বাড়বে বলে। ভারী বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মতই গত ৪৮ ঘন্টায় বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হয়। বাঁকুড়া জেলাতে গত ৪৮ ঘন্টাতেই বৃষ্টি হয় প্রায় ১০০ মিলিমিটার এর কাছাকাছি। পুরুলিয়াতেই ভারী বৃষ্টি হয়। এর জেরে কংসাবতী ও কুমারী নদী দিয়ে মুকুটমনিপুর জলাধারে বিপুল পরিমাণ জল আসতে শুরু করে।