জেলের মধ্যেও তাণ্ডব চালাচ্ছেন মেমারির খুনে ছেলে হুমায়ুন কবীর৷ বাবা মাকে নৃশংস ভাবে গলার নলি কেটে খুন৷ তার পর আরও কয়েকজনকে ছুরি দিয়ে বেপরোয়াভাবে আঘাত করা৷ সেই হুমায়ুনকে নিয়েই এখন বিপাকে পুলিশ৷ সূত্রের খবর, জেরার সময় বার বারই আক্রমণাত্মক হয়ে উঠছে ধৃত হুমায়ুন৷ এমন কি পুলিশ অফিসারদেরও সে শারীরিক হেনস্থা করছে বলে অভিযোগ৷ পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর ইতিমধ্যেই বনগাঁ থানার লকআপের সিসিটিভি ভেঙে ফেলেছে হুমায়ুন৷ এমন কি, অপছন্দের কোনও পুলিশ অফিসার জেরা করতে এলেই তাঁদের উপরেও চড়াও হচ্ছে হুমায়ুন৷