পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের একটি কাঠের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ পুড়ে ছাই হয়ে গেল কয়েক লক্ষ টাকার কাঠ৷ শনিবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে দমকলের দুটি ইঞ্জিন৷ যদিও তার আগেই মিলে মজুত করে রাখা কয়েক লক্ষ টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যায়৷ যদিও শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়৷ দমকলের দাবি, আধ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে৷