Last Updated : দক্ষিণবঙ্গ থোড়,মোচা, কলায় দেবীর ভোগ। জমিদার বাগানেই কন্যারূপে দেবীর দর্শন। সুলতান শের শাহের আমলে পুজোর শুরু। বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রাম। ঘোষাল বাড়িতে চলছে পুজো প্রস্তুতি। সেজে উঠছে ঠাকুরদালান। কথিত আছে স্বপ্নাদেশেই পুজোর শুরু। ইতিহাস বলে, সুলতান শের শাহ জমিদার বাড়ির এই পুজোর জন্য জমিদান করেছিলেন। সেই জমির আয়েই মেটে পুজোর খরচ। কলাবাগানে কন্যারূপে দেবীর দর্শন। তাই জমিদার বাড়িতে দেবীর ভোগ কলা, মোচ, থোড়। সমস্ত পদ রান্না হয় গঙ্গাজলে। জমিদার বাড়ির পুজোর পাতায় ভক্তি আর বিশ্বাসের মেলবন্ধন।