আসার কথা ছিল মোবাইল, এল মাসেল পাউডার! সে পাউডার খায় না গায়ে মাখে? সে কিছুই বুঝে উঠতে পারছেন না ক্রেতা। এমনই আজব ঘটনা ঘটল বাংলার বুকে। এমন ঘটনা যার সঙ্গে ঘটেছে তিনি তো অবাক, আবার দেখেশুনে অবাক অন্যরাও। তবে গল্প কিন্তু এখানেই শেষ নয়! গল্পে আরও মশলা রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আসল গল্প।