দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে কোটিপতি চোর। গ্রামের মাঝে তার প্রায় রাজপ্রাসাদ। কয়েকদিন আগে চুরির সময় হাতেনাতে ধরা পড়ে অমিত দত্ত। তার বাড়িতে গিয়ে পুলিশের চক্ষু চড়কগাছ। এরই মধ্যে মিলল কোটিপতি চোরের রেস্তোরার হদিশ। কোটি টাকার সম্পত্তি। চোরের রাজপ্রাসাদ! তিন তলা বিশাল বাড়ি! বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল, ভিতরেও মার্বেল। বাইরে যেমন জাঁকজমক। ভিতরেও তেমন! ঘরের মধ্যে বড় ঝাড়বাতি বসানো। প্রতিটি ঘরে ফলস সিলিং। দামি দামি সব ফার্নিচার। বাথরুমে বাথটাব। বাড়ির মধ্যেই জিম। এই রাজত্বের রাজা অমিত দত্ত। পেশায় চোর। চুরি করতে গিয়ে যে হাতেনাত ধরা পড়ে সে এখন শ্রীঘরে। দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে কোটিপতি চোরের তিনতলা প্রাসাদের মতো বাড়ির পর এবার তারই রেস্তোরাঁর হদিশ। বাওয়ালির শখেরবাজারে মিলেছে চোরের রেস্তোরাঁর হদিশ