ফের দিলীপ ঘোষ৷ এ বার প্রকাশ্য সভায় দাঁড়িয়ে খুনের হুমকি দিলেন বিজেপি রাজ্যসভাপতি৷ খুনের হুমকি, উস্কানিমূলক ও অশালীন মন্তব্যের জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় সভায় দিলীপ ঘোষ বলেন, 'পুলিশ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে জেল ভরছে৷ খুনের কেস দিচ্ছে, রেপের কেস দিচ্ছে৷ আমার নামেও খুনের মামলা করেছে৷ আমি নাকি খুন করেছি৷ আরে আমি যে দিন খুন করব, তোর বংশ লোপাট করে দেব৷ এখনও হাত রাঙাইনি, তাতেও ১৮টা সিট পশ্চিমবঙ্গে৷ লোকে বলে, পুলিশ ছুঁলে ১৮ ঘা৷ বিজেপি ছুঁয়েছে ১৮ ঘা৷ মারিনি তাতেই এই অবস্থা৷ মারলে ছেলে-মেয়ে, বউয়ের মুখ দেখতে দেব না৷ যা কামিয়েছেন, তা নিয়ে চুপচাপ থাকুন৷ আমাদের পিছনে লাগবেন না৷ লাগলে, এমন অবস্থা করব, পরিবারের মুখ দেখতে পারবেন না৷ যে দিন আমি মারব, লাশও খুঁজে পাওয়া যাবে না৷'
Last Updated: Aug 27, 2019, 17:10 IST
আর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST