গোঘাটে বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু৷ বিজেপি নেতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের৷ একই অভিযোগ করেছে বিজেপি-র স্থানীয় নেতৃত্বও৷। মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লা। জানা গিয়েছে, তিনি গোঘাটের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন। এ দিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন ওই বিজেপি কর্মীকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এমন কি, তাঁর দুটি হাত দড়ি দিয়ে বাঁধা ছিল বলে অভিযোগ।