
SpaceX Dragon : শেষ মূহুর্তে দিন পরিবর্তন। আজ মহাকাশে পাড়ি দেওয়া হচ্ছে না Suvrangshu ও তাঁর সঙ্গীদের। Isro র তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে Axiom-4 অভিযান ২০২৫ সালের ১০ জুনের বদলে ১১ জুন শুরু হতে চলেছে। অভিযানের সম্ভাব্য সময় হল ২০২৫ সালের ১১ জুন ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা। প্রায় ৪০ বছর পর রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আজ মঙ্গলবার (১০ জুন) মহাকাশে পাড়ি দেওয়ার কথা ছিল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার (Group Captain Shubhanshu Shukla)। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে আজকের উৎক্ষেপণ বিলম্বিত হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো-র (ISRO) তরফ থেকে জানানো হয়েছে ১০ জুনের বদলে ১১ জুন, বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অ্যাক্সিওম-৪ (Axiom-4) স্পেসক্রাফট মহাকাশযান পৃথিবীর থেকে মহাশূন্যে পাড়ি দিতে চলেছে।
Last Updated: Jun 10, 2025, 22:57 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST