তিস্তার টুইন সেতু ঘিরে আধা সেনাবাহিনীর নজরদারি।ঘটনাকে ঘিরে জোর তরজা বিশেষমহলে। শিলিগুড়ি করিডর নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষ মহলের। এলাকার সমস্ত সেতুর পরিস্থিতি, ভারবহন ক্ষমতা, বিকল্প ব্যবস্থা, আর্থিক দিক, বিভিন্ন রাস্তাঘাট-সহ ভৌগোলিক অবস্থানের তথ্য জোগাড় এবং ‘ম্যাপিং’ করছে কেন্দ্র সরকার। সে কারণেই জলপাইগুড়ির তিস্তা সেতুতে শুরু হল বিশেষ রক্ষণাবেক্ষণ। জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। উত্তর-পূর্ব ভারতের লাইফ-লাইন এশিয়ান হাইওয়ের জোড়া সেতু রয়েছে তিস্তার ওপর, পাশেই আবার রেল সেতু, যার গুরুত্ব অনেক। সেখানেই শুরু সামরিক মহড়া। সীমান্তরক্ষী বাহিনী, দমকল-সহ রাজ্য সরকারের ডিজাস্টটার ম্যানেজমেন্ট দলের সদস্যরা এই মহড়া চালায় এলাকা জুড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷