Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে দিনভর জারি রইল অশান্তি। ঝরে পড়ল একের পর এক প্রাণ। রেহাই পেল না ব্যালট বক্সও। উত্তর ২৪ পরগনা রাজারহাট ব্লকের জ্যাংরা হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গ নগর অভিযান স্পোর্টিং ক্লাবে ২৬৬ ও ২৬৭ নম্বর বুথে নর্দমায় ফেলে দেওয়া হল ব্যালট বক্স।