
Vande Bharat Sleeper Menu: বন্দে ভারত স্লিপারের মেনুতে নেই আমিষ পদ। শুধুই নিরামিষ। এ নিয়ে জোর বিতর্ক। উঠেছে বাঙালি খাদ্যাভাষে আঘাতের অভিযোগও। তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যোগ হচ্ছে আমিষ। রেলমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের।