Uttarakhand: ভয়ংকর। বিধ্বংসী। প্রকৃতির এক কী রূদ্র রূপ। উপরের পাহাড় থেকে নিচে আছড়ে পড়ছে নদীর জল। কাদামাখা জলে মুহূর্তে তাসের ঘরের মতো ভাঙছে একের পর এক ঘরবাড়ি। ৩০ সেকেন্ডের মধ্যে তছনছ উত্তরাখন্ডের উত্তরকাশীর ধরালী গ্রাম এবং হর্ষিল উপত্যকা। মঙ্গলবার দুপুরের পর থেকে এরকমই ভয়ংকর সব ছবি।