Radhika Yadav Murder Reason: চার বার গুলি করা হয়েছিল রাধিকা যাদবকে। তেমনটাই বলছে ময়নাতদন্তের রিপোর্ট। হরিয়ানার টেনিস খেলোয়াড়কে বৃহস্পতিবার গুরুগ্রামের বাড়িতে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর বাবাকে। শুক্রবার তাঁর দেহের ময়নাতদন্ত করানো হয়। তাঁকে গুলি করার কথা স্বীকার করেছেন বাবা দীপক যাদব। কিন্তু কেন কন্যাকে খুন করলেন তিনি, তা পুলিশের কাছে এখনও স্পষ্ট নয়। তদন্তে সেটাই খতিয়ে দেখছে পুলিশ।