
২৪৩ বিধানসভার বিহারে ২৩৮টিতে প্রার্থী দিয়ে একটিতেও জিততে পারেনি প্রশান্ত কিশোরের দল৷ ৯৮% কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে প্রার্থীর৷ সেই প্রশান্ত কিশোরই এবার নতুন সরকারের দিকে ছুড়ে দিলেন নতুন চ্যালেঞ্জ৷ মঙ্গলবার প্রথম সমর্থকদের উদ্দেশ্যে কথা বলেন প্রশান্ত কিশোর৷ এই ভোটে পরাজয়ের সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নেন তিনি৷ বলেন, ‘‘আমি সমস্ত দায় আমার কাঁধে নিচ্ছি৷ আমি মানুষকে বুঝতে পারিনি৷ আমরা চেষ্টা করেছিলাম৷ কিন্তু ব্যর্থ হয়েছি৷ চেষ্টাও কোথাও নিশ্চই ভুল ছিল৷’’
Last Updated: November 19, 2025, 15:42 ISTজেলা পাচ্ছে নতুন এসি লোকাল, এই নিয়ে তৃতীয় এসি লোকালের চাকা গড়াবে নদীয়া থেকে। তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকেই মনে
Last Updated: November 19, 2025, 17:09 ISTছেলেমেয়েরা একজোট হয়ে গাইলেন গান, জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের টর্চ লাইট, জন্মদিনে জুবিন গর্গকে স্মরণ
Last Updated: November 18, 2025, 23:22 ISTYatri Sathi App: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, বিশেষ সুবিধা দুর্গাপুর-আসানসোলে
Last Updated: November 18, 2025, 20:39 ISTস্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু। নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু।
Last Updated: November 17, 2025, 16:43 ISTবিয়ের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ যাদব। চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ছোটবেলার বান্ধবী বনশিকার সঙ্গে আগেই বাগদান সেরে রেখেছিলেন কুলদীপ। শোনা যাচ্ছে বিয়ের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ছুটির আবেদন জানিয়েছেন তিনি। অর্থাৎ দ্বিতীয় টেস্টে কুলদীপকে ছাড়াই হয়তো দল তৈরি করতে হবে গম্ভীরদের।
Last Updated: November 15, 2025, 17:07 IST