New GST- সোমবার থেকেই নতুন হারে চালু হয়েছে GST। ফলে অনেক জিনিসেরই দাম কমেছে। এর ফলে চওড়া হয়েছে মধ্যবিত্তের মুখের হাসি। কিন্তু, বহু জিনিসের দাম কমার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, বাজারচলতি যে ৫ টাকা, ১০ বা ২০ টাকার প্যাকেটে বিভিন্ন জিনিস পাওয়া যায় সেইগুলোর দামও কমবে?