আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ওইদিন ৭৫ বছরে পা দেবেন মোদি। প্রধানমন্ত্রী সময়কালে আমূল বদলে গিয়েছে দেশের রাজনীতি থেকে শাসন ব্যবস্থা। ওই তারিখেই অর্থাত্ জন্মদিনের দিন ‘সুস্থ নারী, সশক্ত পরিবার অভিযান’ শুরু করতে চলেছেন তিনি। নাম থেকেই বোঝা যাচ্ছে, দেশব্যাপী এই অভিযানটি নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। স্বাস্থ্যসেবার উন্নত অ্যাক্সেস, উপযুক্ত যত্নআত্তি এবং সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে তা পরিচালিত হবে।