পুলওয়ামা হামলার তপ্ত আবহে আজ অর্থাত্ সোমবার হেগ শহরে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হচ্ছে৷ ভারতের অভিযোগ, ভিয়েনা কনভেনশন গুরুতর ভাবে লঙ্ঘন করছে পাকিস্তান৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিতর্ক মেটাতে আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছিল৷ ১০ সদস্যের আন্তর্তাজিক আদালতই ভাগ্য নির্ধারণ করবে কুলভূষণ যাদবের৷ কুলভূষণ নিয়ে ১৮ ও ২১ ফেব্রুয়ারি গণ-শুনানির তারিখ ঘোষণা করেছিল আন্তর্জাতিক আদালত৷ সেখানে পাকিস্তানি আইনজীবীদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সে পাক অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর। পাক বিদেশ দফতরের হয়ে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্তা মহম্মদ ফয়জল। ভারতের হয়ে সেখানে সওয়াল করবেন হরিশ সালভে। দুপক্ষের সওয়াল জবাব শেষ হলে, সবদিক খতিয়ে দেখে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত।পুলওয়ামা হামলার তপ্ত আবহে আজ অর্থাত্ সোমবার হেগ শহরে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হচ্ছে৷ kulbhushan jadhav ভারতের অভিযোগ, ভিয়েনা কনভেনশন গুরুতর ভাবে লঙ্ঘন করছে পাকিস্তান৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিতর্ক মেটাতে আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছিল৷ ১০ সদস্যের আন্তর্তাজিক আদালতই ভাগ্য নির্ধারণ করবে কুলভূষণ যাদবের৷ কুলভূষণ নিয়ে ১৮ ও ২১ ফেব্রুয়ারি গণ-শুনানির তারিখ ঘোষণা করেছিল আন্তর্জাতিক আদালত৷ সেখানে পাকিস্তানি আইনজীবীদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সে পাক অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর। পাক বিদেশ দফতরের হয়ে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্তা মহম্মদ ফয়জল। ভারতের হয়ে সেখানে সওয়াল করবেন হরিশ সালভে। দুপক্ষের সওয়াল জবাব শেষ হলে, সবদিক খতিয়ে দেখে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত।
Last Updated: February 18, 2019, 16:18 IST
Partha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTPartha Chatterjee Interview: নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়, রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সাক্ষাৎকার
Last Updated: November 12, 2025, 17:42 ISTএক পোস্টেই বাজিমাত! শখের বসে শুরু বানানোর শুরু, আজ রমরমিয়ে চলছে ব্যবসা
Last Updated: November 06, 2025, 17:22 ISTদুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের, ফোনালাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী।
Last Updated: November 05, 2025, 20:25 ISTকার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দেব দীপাবলি পালিত হয়। এটিকে দেবতাদের দীপাবলি বলা হয়, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে সমস্ত দেব-দেবী স্বর্গ থেকে নেমে আসেন এবং গঙ্গার তীরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করেন। প্রতি বছর হরিদ্বারে এই উৎসব অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে পালিত হয়। কার্তিক পূর্ণিমা উপলক্ষে লাখ লাখ ভক্ত হর কি পৌড়িতে যান, গঙ্গায় স্নান করেন এবং ভগবান বিষ্ণু, শিব এবং মা গঙ্গার পূজা করেন।
Last Updated: November 04, 2025, 19:09 IST