পুলওয়ামা হামলার তপ্ত আবহে আজ অর্থাত্ সোমবার হেগ শহরে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হচ্ছে৷ ভারতের অভিযোগ, ভিয়েনা কনভেনশন গুরুতর ভাবে লঙ্ঘন করছে পাকিস্তান৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিতর্ক মেটাতে আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছিল৷ ১০ সদস্যের আন্তর্তাজিক আদালতই ভাগ্য নির্ধারণ করবে কুলভূষণ যাদবের৷ কুলভূষণ নিয়ে ১৮ ও ২১ ফেব্রুয়ারি গণ-শুনানির তারিখ ঘোষণা করেছিল আন্তর্জাতিক আদালত৷ সেখানে পাকিস্তানি আইনজীবীদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সে পাক অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর। পাক বিদেশ দফতরের হয়ে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্তা মহম্মদ ফয়জল। ভারতের হয়ে সেখানে সওয়াল করবেন হরিশ সালভে। দুপক্ষের সওয়াল জবাব শেষ হলে, সবদিক খতিয়ে দেখে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত।পুলওয়ামা হামলার তপ্ত আবহে আজ অর্থাত্ সোমবার হেগ শহরে আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হচ্ছে৷ kulbhushan jadhav ভারতের অভিযোগ, ভিয়েনা কনভেনশন গুরুতর ভাবে লঙ্ঘন করছে পাকিস্তান৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বিতর্ক মেটাতে আন্তর্জাতিক আদালত তৈরি করা হয়েছিল৷ ১০ সদস্যের আন্তর্তাজিক আদালতই ভাগ্য নির্ধারণ করবে কুলভূষণ যাদবের৷ কুলভূষণ নিয়ে ১৮ ও ২১ ফেব্রুয়ারি গণ-শুনানির তারিখ ঘোষণা করেছিল আন্তর্জাতিক আদালত৷ সেখানে পাকিস্তানি আইনজীবীদের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন সে পাক অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর। পাক বিদেশ দফতরের হয়ে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্তা মহম্মদ ফয়জল। ভারতের হয়ে সেখানে সওয়াল করবেন হরিশ সালভে। দুপক্ষের সওয়াল জবাব শেষ হলে, সবদিক খতিয়ে দেখে রায় ঘোষণা করবে আন্তর্জাতিক আদালত।
Last Updated: Feb 18, 2019, 16:18 IST
আর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST