সামনে ছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা। পিছনে বিজেপির ব্যাক অফিস অর্থাৎ অমিত মালব্য, উৎসব পারেখ, গৌরব পান্ডে, শ্রভ্রাষ্ঠা শেঠীরা।দিনদয়াল উপাধ্যায় মার্গের চারতলায় কাজ করেন প্রায় ৩০০জন তরুণ -তরুণী। সব রাজ্যে আলাদা আইটি সেল রয়েছে। এর বাইরে বিজেপি আরও বহু সংস্থার পরিষেবা নিয়েছে বলে সূত্রের খবর।