মন্থা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবেই ল্যান্ডফল করবে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ছট পুজোতে আবহাওয়ার পরিবর্তন; হালকা বৃষ্টির সম্ভাবনা। জগদ্ধাত্রী পুজোতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ও শুক্রবার। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘুর্নাবর্ত; অতি গভীর নিম্নচাপে পরিণত। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপ সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর-পশ্চিম দিক। মঙ্গলবার সকালে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে, এই ঘূর্ণিঝড়ের নাম হবে মন্থা। এই নাম দিয়েছে থাইল্যান্ড, এর অর্থ মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় বা রাতে ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা।