রোহিত শর্মার শৈশবের কোচ দিনেশ লাড এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রোহিতের নজর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের দিকে। তিনি বলেন, “যারা মনে করেছিলেন রোহিতের খেলা বন্ধ করা উচিত, তাঁদের তিনি পারফরম্যান্সের মাধ্যমে উত্তর দিয়েছেন। দেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তিনি এখনও অবদান রাখতে চান। তাঁর আত্মবিশ্বাস এবং শৃঙ্খলাই তাঁকে আরও কিছু বছর টেনে নিয়ে যাবে।” কোচের মতে, রোহিত অবসরের সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপ ২০২৭-এর পরই।
advertisement
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে রোহিত প্রমাণ করেছেন যে তিনি এখনও ফর্মের তুঙ্গে আছেন। তিনটি ইনিংসে তাঁর সংগ্রহ ২০২ রান। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে করেন ৭৩ রান, আর সিডনিতে খেলেন এক অনবদ্য ১২১ রানের ইনিংস। সেই ম্যাচে বিরাট কোহলির সঙ্গে তাঁর ১৬৮ রানের জুটি দলকে ৯ উইকেটে জয় এনে দেয়। এই পারফরম্যান্সই প্রমাণ করে, রোহিত এখনও ভারতের ব্যাটিং স্তম্ভ।
দিনেশ লাড জানিয়েছেন, রোহিত এখন আগের চেয়ে অনেক বেশি ফিট। বিশ্বকাপ ২০২৭-কে সামনে রেখে তিনি নিজের ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করছেন। তাঁর সহ-খেলোয়াড় ও ভারতের প্রাক্তন ব্যাটার অভিষেক নায়ারের দাবি, রোহিত ইতিমধ্যেই ১১ কেজি ওজন কমিয়ে ফেলেছেন এবং আরও উন্নতির পথে আছেন।
আরও পড়ুনঃ IND vs AUS: ৬ জন প্লেয়ার বাদ! দলে ঢুকলেন কারা? ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, রোহিত শর্মা এখনই থামছেন না। ২০২৭ সালের বিশ্বকাপে দেশকে শেষবারের মতো শিরোপা জেতাতে চান “হিটম্যান”। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও ব্যাটিং ভারতীয় দলের জন্য নিঃসন্দেহে এক বড় সম্পদ হয়ে থাকবে আগামী কয়েক বছরেও।
