Puri crime against woman: ওড়িশার পুরী জেলায় বালিহারচণ্ডী মন্দিরের কাছে ১৯ বছর বয়সি কলেজ ছাত্রীর গণধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগ পাওয়ার পরে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ, সেই সঙ্গে চতুর্থ অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পুরী জেলার পুলিশ সুপার প্রতীক সিংয়ের মতে, শনিবার মন্দিরের কাছে বসে থাকা অবস্থায় স্থানীয় যুবকদের একটি দল ওই তরুণ-তরুণীর ছবি এবং ভিডিও রেকর্ড করে এবং সেগুলি মুছে ফেলার বিনিময়ে টাকা দাবি করে। ওই দুজন টাকা দিতে অস্বীকার করলে ওই দলটির দুইজন কলেজ ছাত্রীকে ধর্ষণ করে, অন্যরা তার প্রেমিককে আক্রমণ করে এবং তাকে একটি গাছে বেঁধে রাখে। সোমবার সন্ধ্যায় পুরী সদর থানায় অভিযোগ দায়ের করার পর তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ধর্ষণকারী দুইজন পুরুষও রয়েছে, বলে জানান পুলিশ সুপার।