পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের গোলাড়ে দোকান মালিকের মারে (ধাক্কা দেওয়ায়) মৃত্যু হল ওই দোকানের এক কর্মীর! ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পথ অবরোধ করেন মৃতের পরিবার ও এলাকাবাসী। ঘটনাস্থলে পৌঁছয় কেশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ওই দোকানদারকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।