আংশিক লকডাউন ও ওমিক্রনের মধ্য দিয়ে বিরল একসঙ্গে তিন শিশু জন্ম দিল প্রসূতি আর সেই তিন শিশুকে বাঁচাতে পেরে খুশি চিকিৎসক মেদিনীপুরের। প্রসঙ্গ ঘটনাক্রমে জানা যায় আবাস তলকুয়ের বাসিন্দা রুফিনা হেমব্রম প্রেগনেন্সি হওয়ার পর থেকে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তিনটি বেবি দেখা যায় তার পেটে। এরপর প্রসূতি ডাক্তার কিংকর সিং এর কাছে থেকে দেখভাল চলতে থাকে।