
মালদহের মুকুটে নতুন পালক ! পদ্মশ্রী পাচ্ছেন মালদহের প্রাক্তন রেলকর্মী, সাহিত্যিক অশোককুমার হালদার। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত হয়েছে সেই তালিকা। শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন অশোককুমার হালদার। মালদহের অশোক কর্মজীবন শুরু করেছিলেন রেলের নিরাপত্তাকর্মী হিসাবে। মালগাড়ির একাকিত্ব কাটাতে কাজের ফাঁকেই লেখা শুরু করেন তিনি। পরে সাহিত্যিক হিসাবে পরিচিতি লাভ করেন। দীর্ঘ ৩০ বছর ধরে লেখালিখির পর ২০২৬ সালের পদ্মসম্মানের তালিকায় উঠে এসেছে তাঁর নাম।