
বর্তমান যুগের চিকিৎসা ব্যবস্থার খরচ প্রচন্ড বেড়ে গেছে। অভিযোগ, সরকারি হাসপাতালগুলি বাদ দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলেই জীবনের সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে বহু মানুষের। তারপরেও মিলছে না ১০০ শতাংশ সফলতা। তবে এই চিকিৎসার খরচকে নামিয়ে নিয়ে আসা যায় নামমাত্র মূল্যে। এখন প্রশ্নটা হচ্ছে কীভাবে? বাঁকুড়া জেলার মেডিক্যাল অফিসার (আয়ুষ শাখা) এই প্রশ্নের উত্তরে বললেন, “হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা”। “বিশ্ব হোমিওপ্যাথিক দিবস” হল ১০ এপ্রিল। কিন্তু লোকসভা নির্বাচনের কারণে সেই দিনটি পালন করা হয়নি বাঁকুড়ায়। তবে বাঁকুড়ায় ২৪-৩০ জুন চলছে হোমিওপ্যাথিক সচেতনতা দিবস। তাই এই সময়টাকে উপলক্ষ করেই পালন করা হচ্ছে হোমিওপ্যাথি উৎসব। এই সপ্তাহ জুড়ে চলছে হোমিওপ্যাথি সচেতনতা। জেলার হোমিওপ্যাথি ডিসপেন্সারি গুলিতেও করা হচ্ছে বিভিন্ন ক্যাম্প, যাতে মানুষের সচেতনতা বাড়ে হোমিওপ্যাথির প্রতি।
Last Updated: June 30, 2024, 16:54 ISTএই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যেখানে ঐশ্বর্য রাই বচ্চন মঞ্চে উঠে সরাসরি প্রধানমন্ত্রী মোদির কাছে হেঁটে যান। এরপর তিনি প্রণাম করে তাঁর পা ছুঁয়েছেন। প্রধানমন্ত্রী মোদি প্রথমে ঐশ্বর্য সামনে হাত জোড় করেন তারপর তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এই ভিডিওটি ভাইরাল হয়েছে।
Last Updated: November 19, 2025, 20:33 ISTজেলা পাচ্ছে নতুন এসি লোকাল, এই নিয়ে তৃতীয় এসি লোকালের চাকা গড়াবে নদীয়া থেকে। তবে শীতকালে এসি লোকালের উদ্বোধনে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। অনেকেই মনে
Last Updated: November 19, 2025, 17:49 ISTছেলেমেয়েরা একজোট হয়ে গাইলেন গান, জ্বলে উঠল হাজার হাজার মোবাইলের টর্চ লাইট, জন্মদিনে জুবিন গর্গকে স্মরণ
Last Updated: November 18, 2025, 23:22 ISTYatri Sathi App: যাত্রী সাথী অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ্যাম্বুলেন্স, বিশেষ সুবিধা দুর্গাপুর-আসানসোলে
Last Updated: November 18, 2025, 20:39 ISTস্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু। নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু।
Last Updated: November 17, 2025, 16:43 IST