
জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ঢুকে হঠাৎ হামলা চালাল এক যুবক। রবিবার সন্ধ্যায় সল্টলেকে তাঁর বাসভবনে ঘটে এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, এদিন সন্ধেয় বাড়িতেই যাঁরা থাকেন তাঁদের সঙ্গে বসে সময় কাটাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেইসময় গেটের বাইরে অনেকক্ষণ তাঁর সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে অপেক্ষা করছিল যুবক। হাবড়ার জয়গাছির বাসিন্দা বলেই নিজের পরিচয় দেয় ওই যুবক। নাম পাপন দাস। অভিযোগ, এরপরে ভিতরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করার নাম করে ঢুকেই দু-একটা কথাবার্তার পরেই আচমকা প্রাক্তন মন্ত্রীর উপর ঝাঁপিয়ে পরে এলোপাহাড়ি কিল-চড় মারতে শুরু করে ওই যুবক। উপস্থিত সকলে এই ঘটনায় স্বভাবতই হতচকিত হয়ে যান। এর পরেই যুবককে ধরে ফেলার চেষ্টা করতেই সে দৌড়ে পালিয়ে যায়। বিধাননগর পুলিশ থানায় খবর দেওয়া হতে কিছুক্ষণেই বিধাননগর উত্তর থানার পুলিশ অভিযুক্ত ছেলেটিকে গ্রেফতার করে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷
Last Updated: November 02, 2025, 23:34 ISTদুর্ঘটনাটি ঘটেছে কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে, যখন মন্দিরে দর্শনার্থীদের বিশাল ভিড় জড়ো ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মন্দির কমপ্লেক্সের প্রবেশপথের কাছে হঠাৎ করেই ভিড় বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয় এবং অনেক ভক্ত পদপিষ্ট হন।
Last Updated: November 02, 2025, 16:53 ISTদিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু পর্যটকদের দিঘা ভ্রমণের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল খারাপ রাস্তাঘাট। বারবার পর্যটকরা খারাপ রাস্তাঘাট নিয়ে অভিযোগ করেছিলেন। সমস্যায় পড়েছিলেন হোটেল মালিকরাও।
Last Updated: October 29, 2025, 18:19 ISTআবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে ছিল সৈকতনগর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা কাঁথি পটাশপুর সহ বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে শুরু হল বৃষ্টিপাত। সৈকত নগরী দিঘায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।
Last Updated: October 28, 2025, 18:58 ISTছট পুজোয় যমুনায় ‘রিল’ বানাতে গিয়ে পা হড়কে সটান জলে বিজেপি বিধায়ক রবিন্দর সিং নেগি।
Last Updated: October 28, 2025, 18:05 ISTচা প্রেমীদের মন জয় করতে এবারে অভিনব কৌশল চা বিক্রেতার। বিখ্যাত গায়কদের আসল গানের সঙ্গে তাল মিলিয়ে গান করে চা প্রেমীদের নজর কাড়ছেন মালদহের চাঁচলের চা বিক্রেতা পুষ্পল দাস। ইতিমধ্যে তাঁর একটি ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে। আর সেই ভিডিও দেখার পর থেকেই চা প্রেমীদের ভিড় জমছে দোকানে।
Last Updated: October 27, 2025, 20:12 IST