
সাত বছর পর তৃণমূল কংগ্রেসে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়৷ একই সঙ্গে তৃণমূলে ফিরলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তৃণমূল ভবনে শোভনকে দলে স্বাগত জানান সুব্রত বক্সি এবং অরূপ বিশ্বাস৷ কিছুদিন আগেই শোভনকে এনকেডিএ-এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ তার পরেই শোভনের তৃণমূলে ফেরা একরকম নিশ্চিত হয়ে যায়৷ শোভনই দলে ফেরার আবেদন করেছিলেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে৷ তৃণমূলে যোগ দিয়েই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন এবং বৈশাখী৷
Last Updated: November 03, 2025, 18:40 ISTরবিবার রাতটা শিলিগুড়ির মানুষের কাছে শুধু এক রাত নয়—এক ইতিহাস। ভারতের মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে শহর জুড়ে শুরু হয় অন্যরকম উচ্ছ্বাস। কারণ এই জয়ের নেপথ্যে রয়েছেন শিলিগুড়িরই মেয়ে রিচা ঘোষ, যিনি প্রথম বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জেতার স্বপ্ন পূরণ করলেন।
Last Updated: November 03, 2025, 19:15 ISTICC Women's World Cup: সৌরভ-ঝুলন যা পারেননি, পেরেছেন তাঁর মেয়ে, বাঙালি ক্রিকেটার হিসেবে প্রথম বিশ্বকাপ রিচা ঘোষের, গর্বিত বাবা কী বলছেন, শুনুন
Last Updated: November 03, 2025, 16:12 ISTদুর্ঘটনাটি ঘটেছে কার্তিক মাসের একাদশীর শুভ তিথিতে, যখন মন্দিরে দর্শনার্থীদের বিশাল ভিড় জড়ো ছিল। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, মন্দির কমপ্লেক্সের প্রবেশপথের কাছে হঠাৎ করেই ভিড় বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয় এবং অনেক ভক্ত পদপিষ্ট হন।
Last Updated: November 02, 2025, 16:53 ISTদিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে দিঘায় পর্যটকের সংখ্যা অনেকটাই বেড়েছে। কিন্তু পর্যটকদের দিঘা ভ্রমণের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল খারাপ রাস্তাঘাট। বারবার পর্যটকরা খারাপ রাস্তাঘাট নিয়ে অভিযোগ করেছিলেন। সমস্যায় পড়েছিলেন হোটেল মালিকরাও।
Last Updated: October 29, 2025, 18:19 ISTআবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থা তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্ট্রমে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান। অভিমুখ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে ছিল সৈকতনগর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার এগরা কাঁথি পটাশপুর সহ বিভিন্ন এলাকা। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার দুপুর থেকে শুরু হল বৃষ্টিপাত। সৈকত নগরী দিঘায় বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে বইছে ঝড়ো হাওয়া।
Last Updated: October 28, 2025, 18:58 IST