
SIR-এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শ্যামপুকুর বিধানসভার তৃণমূল বিধায়ককে দুপুর ২টোর সময় হাজিরা দিতে বলা হয়েছে কেশব অ্যাকাডেমিতে। SIR শুনানিতে ডাক পড়া নিয়ে তিনি বলেন, “২০০২-এর তালিকায় আমার নাম রয়েছে। কিন্তু নোটিসে আমায় বলা হয়েছে, আমি আমার ও আমার আত্মীয়ের সম্পর্কে কিছু তথ্য দিইনি। আমি ২০০২-এর কাগজ নিয়ে যাব। এই সমস্যাটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের। যদি অ্যাপ আপডেট করা থাকত, তাহলে তো অ্যাপের মধ্যেই সমস্ত তথ্য থাকার কথা। ২০০২ সালে যখন আমার নাম রয়েছে, সেখানে তো আমার আর নতুন করে কোনও তথ্য দেওয়ার প্রয়োজনই পড়ে না। এটা অসম্মানজনক আর অপমানজনক তো বটেই।”