
কলকাতায় খুনের অভিযোগ, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চেতলার কাছে ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে। মৃতের নাম অশোক পাসওয়ান (৪২)। তাঁর গলায় একটি শাবল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাচক্রে দুর্ঘটনাস্থলটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয়েছে অশোকের। কেন কারণে খুন করা হল ওই ব্যক্তিকে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া এক আইনজীবীর চেম্বারের সামনের ফুটপাতে বসেছিল মদের আসর। সেই সময়েই অন্য এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অশোক। আর সেই ঝামেলার মধ্যেই তাঁর গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। আহত অবস্থাতেই ওই ব্যক্তি রাস্তা দিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন।
Last Updated: Oct 26, 2025, 13:13 ISTelectoralsearch.eci.gov.in -এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
Last Updated: Dec 16, 2025, 17:31 ISTমঙ্গলবার কংগ্রেস সাংসদ ভামসি গাদ্দাম 'RG' লেখা একটি বিশেষ বাইকে সংসদে পৌঁছেছিলেন। তিনি বলেন যে তিনি সংসদে যে বাইকটি চালিয়ে গেছেন তা একটি বৈদ্যুতিক ব্যাটারি চালিত ক্যাফে রেসার-অনুপ্রাণিত বাইক যার নাম 'অ্যাটম বাইক'।
Last Updated: Dec 16, 2025, 16:21 ISTবহু দিনের প্রস্তুতি শেষে ফাইবারের বিশেষ প্রযুক্তিতে তৈরি এই বিশাল মূর্তিটি গভীর রাতে ক্রেনের মাধ্যমে স্থাপন করা হয় নির্দিষ্ট স্থানে। জানা গিয়েছে, শিল্পী মন্টি পালের উদ্যোগে নির্মিত হয়েছে এই অভূতপূর্ব মেসি মূর্তি
Last Updated: Dec 12, 2025, 00:00 ISTবরফের সাদা চাদরে ঢাকল রোহতাং, দেখুন ভিডিও
Last Updated: Dec 09, 2025, 20:18 ISTসেদিনই বিশ্বজয়ীর হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি কমিশনারেটের DSP পদে নিযুক্ত করা হয়েছে রিচাকে৷ বুধবার তিনি পৌঁছে যান শিলিগুড়ি কমিশনারেটে। সেখানেই রিচার হাতে তুলে দেওয়া হয় পুলিশের উর্দি।
Last Updated: Dec 05, 2025, 00:22 IST