
কলকাতায় খুনের অভিযোগ, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চেতলার কাছে ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে। মৃতের নাম অশোক পাসওয়ান (৪২)। তাঁর গলায় একটি শাবল ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাচক্রে দুর্ঘটনাস্থলটি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ৮২ নম্বর ওয়ার্ডের মধ্যে অবস্থিত। অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয়েছে অশোকের। কেন কারণে খুন করা হল ওই ব্যক্তিকে, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যে ৫ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া এক আইনজীবীর চেম্বারের সামনের ফুটপাতে বসেছিল মদের আসর। সেই সময়েই অন্য এক ব্যক্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অশোক। আর সেই ঝামেলার মধ্যেই তাঁর গলায় শাবল ঢুকিয়ে দেয় অভিযুক্ত। আহত অবস্থাতেই ওই ব্যক্তি রাস্তা দিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেছিলেন।
Last Updated: October 26, 2025, 13:13 ISTস্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু। নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু।
Last Updated: November 17, 2025, 16:43 ISTবিয়ের জন্য ছুটির আবেদন জানিয়েছেন কুলদীপ যাদব। চলতি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ছোটবেলার বান্ধবী বনশিকার সঙ্গে আগেই বাগদান সেরে রেখেছিলেন কুলদীপ। শোনা যাচ্ছে বিয়ের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলাকালীনই ছুটির আবেদন জানিয়েছেন তিনি। অর্থাৎ দ্বিতীয় টেস্টে কুলদীপকে ছাড়াই হয়তো দল তৈরি করতে হবে গম্ভীরদের।
Last Updated: November 15, 2025, 17:07 ISTওড়িশার কটকে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে বিশৃঙ্খলা। বিখ্যাত বলিউড গায়িকার শোতে হঠাৎ করেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অত্যাধিক ভিড়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শ্রোতা। শিল্পী মঞ্চে ওঠার পরই বেড়ে যায় হুড়োহুড়ি, পদপৃষ্ঠের মত পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চেইপ জ্ঞান হারান ২ শ্রোতা, আহত হন একজন। অজ্ঞান ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নিয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Last Updated: November 15, 2025, 14:25 ISTবিহার নির্বাচনের ফল প্রকাশ্যে আসার পর নিজের সামাজিক মাধ্যমে রাহুল গান্ধি লেখেন,”আমি বিহারের সেই কোটি কোটি ভোটারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাঁরা মহাজোটের উপর আস্থা রেখেছেন। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। নির্বাচন শুরু থেকেই সুষ্ঠু ভাবে হয়নি। এই লড়াই হল সংবিধান ও গণতন্ত্র রক্ষার লড়াই। কংগ্রেস পার্টি এবং INDIA জোট এই ফলাফলের গভীর পর্যালোচনা করবে এবং গণতন্ত্র বাঁচানোর প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।”
Last Updated: November 15, 2025, 13:45 ISTBihar Election Result Video: বিহারে রাস্তায় শুয়ে নাচ নীতীশ সমর্থকদের, দেখুন ভিডিও
Last Updated: November 14, 2025, 18:36 IST