TRENDING:

Fraud Alert: প্রতারকদের অভিনব ফাঁদ; মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করতে মেসেজ পাঠাচ্ছে ট্রাই

Last Updated:
Cyber Security: মূলত বাজার এলাকা এবং জনবহুল স্থানে অবস্থিত কোনও বিল্ডিংয়ে এই ধরনের টাওয়ার ইনস্টল করা হয়। এর জন্য অবশ্য বিল্ডিংয়ের মালিককে টেলিকম সংস্থাগুলি ভাড়া দিয়ে থাকে।
advertisement
1/6
প্রতারকদের অভিনব ফাঁদ; মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করতে মেসেজ পাঠাচ্ছে ট্রাই
আজকের এই ডিজিটাল দুনিয়ায় চোর-প্রতারকরাও হাই-টেক হয়ে উঠেছে। ঘরে বসেই মানুষকে ঠকানোর নতুন নতুন উপায়ের সন্ধান করে চলেছে তারা। কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামে, তো কখনও আধার কিংবা কেওয়াইসি-র নামে তারা মানুষকে ঠকিয়ে চলেছে। আর এই সব ঘটনাই প্রচারের আলোয় চলে এসেছে। এবার সাইবার অপরাধীরা মানুষকে ঠকানোর এক অভিনব কায়দা নিয়ে এসেছে।
advertisement
2/6
কিন্তু কী সেই কায়দা? এবার মোবাইল টাওয়ার বসানোর নামে মানুষের থেকে টাকা চাইছে তারা। এই ধরনের প্রতারণার বিষয়ে সতর্কতা জারি করেছে দেশের টেলিকম রেগুলেটরি বডি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। এর জন্য ট্রাই মোবাইল ব্যবহারকারীদের কাছে কিছু সতর্কতামূলক মেসেজও পাঠাচ্ছে। আর ওই মেসেজ সকল গ্রাহকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেখানে কী বলা হয়েছে, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
3/6
মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে টেলিকম পরিকাঠামোর চাহিদাও। বিশেষ করে ভাল কভারেজের সুবিধা প্রদান করার জন্য টেলিকম সংস্থাগুলিও আরও বেশি পরিমাণে মোবাইল টাওয়ার বসাচ্ছে। মূলত বাজার এলাকা এবং জনবহুল স্থানে অবস্থিত কোনও বিল্ডিংয়ে এই ধরনের টাওয়ার ইনস্টল করা হয়। এর জন্য অবশ্য বিল্ডিংয়ের মালিককে টেলিকম সংস্থাগুলি ভাড়া দিয়ে থাকে।
advertisement
4/6
ব্যাঙ্কের এটিএম-এর মতো মোবাইল টাওয়ারগুলিও মানুষের উপার্জনের অতিরিক্ত উৎস হয়ে উঠেছে। বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসিয়ে অনেকেই ভাল পরিমাণ অর্থ উপার্জন করেছে। এবার সেখানেই নজর প্রতারকদের। ফলে মোবাইল টাওয়ার বসানোকেই হাতিয়ার করে সাইবার অপরাধীরা মানুষকে প্রতারণা করছে।
advertisement
5/6
কিন্তু কীভাবে? আসলে বাড়িতে মোবাইল টাওয়ার ইনস্টল করতে অনুমোদনের চিঠি অথবা নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেওয়ার জন্য মানুষের কাছ থেকে অর্থ দাবি করছে সাইবার অপরাধীরা।
advertisement
6/6
তবে ট্রাই-এর তরফে জানানো হয়েছে যে, তারা (ট্রাই) কিন্তু ইনস্টলশনের জন্য কোনও টাকা চায় না। সারা দেশের বড় সংখ্যক মোবাইল ব্যবহারকারীর ফোনে ট্রাই-এর তরফ থেকে একটি মেসেজ গিয়েছে। যেখানে জানানো হয়েছে যে, “মোবাইল টাওয়ার বসানোর জন্য ট্রাই কোনও রকম এনওসি দেয় না। কোনও প্রতারক যদি আপনার কাছে একটি ভুয়ো চিঠি নিয়ে আসে, তাহলে সম্পর্কিত টেলিকম পরিষেবা প্রদানকারী এবং স্থানীয় পুলিশের কাছে তা জানাতে হবে।”
বাংলা খবর/ছবি/ক্রাইম/
Fraud Alert: প্রতারকদের অভিনব ফাঁদ; মোবাইল ব্যবহারকারীদের সতর্ক করতে মেসেজ পাঠাচ্ছে ট্রাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল