
ইন্ডিগো সঙ্কটের জন্য সরাসরি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন কোচবিহার রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, 'যাত্রীদের হয়রানি হচ্ছে৷ পাইলটদের উপরে অতিরিক্ত চাপ দিলে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত৷ কিন্তু কিছু নির্দেশ দেওয়ার আগে বিকল্প ব্যবস্থা করা উচিত৷ সাধারণ মানুষের কথা ভাবা উচিত৷ তিন হাজারের টিকিটের দাম ৫০ হাজার টাকা হয়ে গিয়েছে৷ বর কনে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারছে না৷ এরকম অচলাবস্থা আমি কোনও দিন দেখিনি৷ এটা একটা বিপর্যয়৷ নির্দেশ দেওয়ার আগে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল বিকল্প ব্যবস্থা করা৷ সাধারণ মানুষকে এ ভাবে হয়রানি করার অধিকার কে দিয়েছে? গত সাত আট দিন ধরে হাজার হাজার মানুষ বিমানবন্দরে আটকে৷ অন্তত এমন ব্যবস্থা করুন যাতে অন্তত অর্ধেক উড়ান চালানো যায়৷'
Last Updated: Dec 08, 2025, 17:54 ISTআর কতদিন এতটা কনকনে শীত? তাপমাত্রা কী আরও কমবে? কুয়াশার ঘনঘটা কোন জেলায় আজ, জেনে নিন আমাদের প্রতিনিধির থেকে
Last Updated: Jan 08, 2026, 19:13 ISTকনকনে ঠান্ডায় স্লিভলেস ব্লাউজ- সিল্ক শাড়িতে নুসরত! শীতে র্যাম্পে উষ্ণতা ছড়ালেন সুন্দরী
Last Updated: Jan 07, 2026, 14:40 ISTকনকনে শীত আর কতদিন আবহাওয়ার বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা
Last Updated: Jan 07, 2026, 13:03 ISTভজনের মাঝেই অদ্ভূত আচরণ সুধা চন্দ্রনের, ভিডিও দেখেই অবাক সকলে, ট্রোলের শিকার! মুখ খুললেন সুধা
Last Updated: Jan 06, 2026, 16:06 ISTকলকাতায় জানুয়ারি মাসের সর্বকালীন রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৮৯৯ সালে। ২০১৩ সালে ৯ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। ২০০৩ সালের ২২ শে জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। সর্বনিম্ন তাপমাত্রা সেদিন ছিল ৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
Last Updated: Jan 06, 2026, 10:56 IST