
শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক বোর্ড৷ বৈঠকে বোর্ডের পক্ষ থেকে এসআইআর সংক্রান্ত বিষয়ে জানান হয়, ‘‘২৭৭৮৩ জন এর সার্টিফিকেট ভেরিফাই করে পাঠিয়ে দিয়েছি SIR-এর জন্য৷ ২৬৮৩ জন শিক্ষক আমাদের প্রতিদিন লাগে। সেইরকম কোনও শিক্ষক SIR-এ থাকলে তাঁকে ছাড়তে হবে। আমরা সেটা জানিয়েছি। পরীক্ষা ব্যবস্থাকে বিঘ্ন করা উচিত নয়। কোনও স্কুলকে শুনানি কেন্দ্র করা হয়নি বলেই আমাদের কাছে খবর আছে। আমরা নির্বাচন কমিশনকে যে চিঠি দিয়েছি তার কোনও উত্তর পাইনি। ওই বৈঠকে মাধ্যমিকের এবারের নিয়ম সম্পর্কেও বিশদে জানিয়েছে বোর্ড৷ এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ৪২৬৭৩৩ ছাত্রীদের সংখ্যা ৫৪৪৬০৬। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯৭১৩৪০৷ গত বছরের চেয়ে প্রায় দু লক্ষ বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা৷