
স্কুল বাঁচাও, মূল বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাশ ভবন অভিযানে নামে SFI। একাধিক দাবি নিয়ে পথে নামে বাম ছাত্র সংগঠন। করুণাময়ীর সামনে বেলা বাড়তেই জমায়েত হতে শুরু করে SFI-এর কর্মী সমর্থকরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানে SFI এর দাবি সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে।