ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হল ইজরায়েলের মার্কিন দূতাবাস। সোমবার দূতাবাসের উপর আছড়ে পড়ে ইরানের ছোড়া মিসাইল। তারপরই বন্ধ করে দেওয়া হয়েছে মার্কিন দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট Donald Trump বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি US এর কোনও পরিকাঠামোকে নিশানা করে তাহলে বড়সড় ফল ভুগতে হবে। এবার কি তাহলে আমেরিকা হামলা করতে পারে ইরানে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷