Durga Puja 2025: সীমান্ত শহরে সেরার সেরা তালিকায় রয়েছে এই পুজোগুলি, উপচে পড়ছে মানুষের ঢল, দেখুন একনজরে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Durga Puja 2025: সীমান্ত শহরে এবার সেরার সেরা তালিকায় এই পুজো গুলিতে বিশেষ নজর। ভিড় সামলাতে আগে থেকেই পুলিশি নজরদারি ও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে বনগাঁ জুড়ে।
advertisement
1/6

উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড় সীমান্ত শহর বনগাঁয়। আট থেকে আশি সকল বয়সের মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠছে, পুজো মন্ডপগুলি৷
advertisement
2/6
এবছর বনগাঁ মহকুমায় আয়োজিত হয়েছে প্রায় ন’ হাজারের বেশি দুর্গোৎসব। শুধুমাত্র বনগাঁ পুরসভা এলাকাতেই পুজোর সংখ্যা ১০৯টি, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি৷
advertisement
3/6
এর মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের পুজো দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। শহরের রাস্তাঘাটও আলোকসজ্জায় সেজে উঠেছে। বনগাঁর অন্যতম আকর্ষণ আয়রন গেট স্পোর্টিং ক্লাব ও প্রতাপগড় স্পোর্টিং ক্লাবে প্রতিদিনই নামছে মানুষের ঢল৷
advertisement
4/6
সন্ধ্যা নামতেই রেটপাড়া স্পোর্টিং ক্লাব, ঐক্য সম্মিলনী, ৩ নম্বর টালিখোলা, অভিযান সংঘ, গান্ধীপল্লি বিবেকানন্দ ক্লাবের মতো পুজো মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। হাওয়া অফিস নবমী ও দশমীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়ায় আগেভাগেই মানুষজন রাস্তায় নেমে পূজোর আনন্দ চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন৷
advertisement
5/6
ভিড় সামলাতে আগে থেকেই পুলিশি নজরদারি ও নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে বনগাঁ জুড়ে। শহরের মোড়ে মোড়ে রয়েছে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। যান চলাচলেও নিয়ন্ত্রণ করা হচ্ছে দর্শনার্থীদের সুবিধার্থে৷
advertisement
6/6
অন্যদিকে, বনগাঁ শহরের পাশাপাশি বাগদা, গাইঘাটা ও গোপালনগরের বিভিন্ন মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে৷
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: সীমান্ত শহরে সেরার সেরা তালিকায় রয়েছে এই পুজোগুলি, উপচে পড়ছে মানুষের ঢল, দেখুন একনজরে