Durga Puja 2025: ঝাড়গ্রামের ৪ পুজো মণ্ডপ, যেখানে পা রাখলে পাবেন আলাদা বার্তা! এখনও দর্শনের সুযোগ হয়নি? চটজলদি দেখে নিন ছবিতে
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
জঙ্গলমহলের ঝাড়গ্রামে যুদ্ধ নয়, শান্তির বার্তা, আবার কোথাও ডোকরা শিল্পীদের দুর্দশার কথা, আর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে শাল পিয়ালের জঙ্গলকে বাঁচানোর পাশাপাশি পাখিদের অস্তিত্ব সংকটের কথা তুলে ধরা হয়েছে।
advertisement
1/9

ঝাড়গ্রাম শহরের অন্যতম একটি ঐতিহ্যবাহী পুজো পুরাতন ঝাড়গ্রামের দুর্গোৎসব। এবার ৯৫ বছর বর্ষে পদার্পণ করেছে। ( ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
2/9
সজীব দাস বলেন, পুরাতন ঝাড়গ্রাম সর্বজনীন দুর্গাপুজো কমিটির থিম ভাবনায় অনন্য। এবার তাদের থিম 'রণ রক্ত রক্ত ঋণ'। অসম্ভব সুন্দর হয়েছে।
advertisement
3/9
এবারের পুজোতে থাকছে থাকছে ভিন্ন স্বাদের আবহ, যুদ্ধ ও শান্তির দ্বন্দ্বকে তুলে ধরে তাদের থিম ভাবনা, প্রতিমাও তৈরি হয়েছে সেই আদলে।
advertisement
4/9
বাঁকুড়ার লুপ্ত প্রায় ডোকরা শিল্পকেই পুজোর থিম বানিয়েছে ঝাড়গ্রামের মানিকপাড়ার অভিনন্দন দূর্গা পূজা কমিটি।
advertisement
5/9
অভিনন্দন দুর্গোৎসব পূজা কমিটির পূজো এবার ২৫ তম বর্ষে পদার্পণ করেছে। রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ডোকরা শিল্পীদের সম্মান জানিয়েছে এই পুজো কমিটি। ডোকরা শিল্পীদের হাতের নিপুন ছোঁয়ায় স্পর্শেই সেজেছে পুজো মণ্ডপটি।
advertisement
6/9
পুজো কমিটির সদস্য অভিজিৎ রায় বলেন 'দর্শনার্থীদের কথা মাথায় রেখেই এই পূজা মণ্ডপকে তৈরি করা হয়েছে। প্রতিমা আনা হয়েছে কুমোরটুলি থেকে।'
advertisement
7/9
পাখিদের অস্তিত্ব সঙ্কটে, আজ জঙ্গলমহলে পাখি হতে বিলুপ্ত চলেছে, জঙ্গলের বড়ো বড়ো গাছ আর নেই। সেই ছবিই ফুটে উঠেছে পুকুরিয়া চার নম্বর অঞ্চল সার্বজনীন দুর্গা পূজা কমিটি পুজো মণ্ডপে।
advertisement
8/9
পুজো কমিটির সদস্য সন্দীপ মাহাত জানিয়েছেন, পাখিদের বাসস্থান সমস্যা, পরিবেশে যথেচ্ছ ক্ষতিকারক কৃত্রিম রাসায়নিক/কীটনাশক প্রয়োগ, যত্র-তত্র শিল্পস্থাপনের জন্য কৃষিজমি বা বনভূমির ধ্বংস এসবই সংকটে ফেলেছে পাখিদের অস্তিত্বরক্ষায় সেই মত আমাদের থিম।
advertisement
9/9
ব্রিটিশ আমলের ছেড়ে যাওয়া পুরনো ভাঙা পাকা দেওয়ালের মাঝে পাখি তাদের পরবর্তী প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য ডিম দিয়ে তার অস্তিত্ব জানান দিচ্ছে, আর সেই ডিমকে আগলে রেখেছে এক মা। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ঝাড়গ্রামের ৪ পুজো মণ্ডপ, যেখানে পা রাখলে পাবেন আলাদা বার্তা! এখনও দর্শনের সুযোগ হয়নি? চটজলদি দেখে নিন ছবিতে